আজকের কর্ণফুলী ডেস্কঃ
করোনা ভাইরাসের কারণে কর্মহীন প্রবাসীদের পাশে দাঁড়ালেন,গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমানস্থ মোবেলা ছানাইয়া শাখার কর্মকর্তারা তাদের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চাউল, চনাবুট, আলু, পিয়াজ, সয়াবিন ইত্যাদি সামগ্রী নিয়ে কর্মহীন প্রবাসীদের মাঝে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওমানস্থ মোবেলা ছানাইয়া শাখার
সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দীন, সহ সভাপতি হাজি মোহাম্মদ মুছা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম।
খাদ্য সামগ্রী প্রবাসীদের মাঝে বিতরণ করা হয়।
তারা আরও বলেন যাঁরা বিত্তবান প্রবাসী আছেন, সকলের প্রতি কর্মহীন অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহবান জানান, গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান মোবেলা ছানাইয়া শাখার কর্মকর্তাবৃন্দ। খবর প্রেসবিজ্ঞপ্তি