
রাঙ্গামাটি ব্যুরো অফিসঃঃ
কাপ্তাই সেনা জোন ২৩ ইস্ট বেংগল ডেয়ারিং টাইগার্স উদ্যোগে কাপ্তাই প্রজেক্ট এলাকায় অসহায়,দুঃস্থদের মাঝে মঙ্গলবার(২১এপ্রিল) বেলা ১টায় ত্রান সহায়তা প্রদান করা হয়। সামাজিক দূরত্ব বাজায় রেখে কর্মহীন,অসহায় লোকদের মাঝে চাল, ডাল,আটা, লবন,সুজি,বিস্কুট ও তৈল বিতরণ করা হয়। জোন অধিনায়ক জানান, তাদের অধিনে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে ত্রাণ নিতে আসা বৃদ্ধ আমবিয়া খাতুন ও আব্দুল খালেক সেনাদের ত্রাণ পেয়ে অনেই খুশি বলে উল্লেখ করেন। কাপ্তাই প্রজেক্ট এলাকার ৩৫জন অসহায়,দুস্থদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।