রাঙ্গামাটি প্রতিনিধিঃ
২৯৯, পার্বত্য রাঙ্গামাটি আসনের মাননীয় রাংগামাটি সংসদ সদস্য উষাতন তালুকদার সনাতনি সম্প্রদায়ের প্রতি শারদীয় শুভেচ্ছা প্রদান করেন।
রাংগামাটি সংসদীয় আসন হতে নির্বাচিত সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলাসহ সারা দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর নাগরিকের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
মাননীয় সংসদ সদস্যের একান্ত সহকারী এম. আর. হোসাইন জহির কর্তৃক প্রেরিত শুভেচ্ছা বার্তায় মাননীয় সাংসদ বলেন "ধর্ম যার যার - উৎসব সবার। পবিত্র দুর্গোৎসব প্রতিটি নাগরিকের জন্য বয়ে আনুক শান্তি সমৃদ্ধি ও উন্নতির আনন্দ বার্তা। উৎসবের অনাবিল আনন্দ সকল জাতি ধর্ম বর্ণ তথা সকল শ্রেণীর নাগরিকের মাঝে সৃষ্টি করুক সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধন।