
রিপন চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্রগ্রাম মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অর্থ সম্পাদক ও মোহরা আওয়ামী যুবলীগের সংগঠক মোহাম্মদ মামুন উর রশীদ মামুনের নিজস্ব অর্থায়নে কামাল বাজার হযরত আকবরশাহ (রঃ) মহল্লায় করোনা ভাইরাসে কারণে দুস্হ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) প্রায় ১০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। এতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আমজাদ হোসেন ইমন, মোহরা ছাত্রলীগ নেতা রানা, প্রবীর, মহল্লা সাবেক বাবুল, আজিজ, আইয়ুব, এসকান্দর সহ আরো অনেকে। মোহাম্মদ মামুন উর রশীদ মামুন বলেন, করোনার প্রাদুর্ভাবে গৃহবন্ধি বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে সমাজের উচ্চবিত্ত লোকদের এগিয়ে আসা উচিত। এছাড়াও তিনি বতর্মান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনার প্রভাব পড়েছে। আমাদের বর্তমান সরকার করোনা প্রতিরোধে যে ভূমিকা নিয়েছেন আমি তার সাধুবাদ জানাই। তিনি সবাইকে সরকারের দেওয়া নির্দেশ মেনে চলতে আহবান জানান।