প্রেস বিজ্ঞপ্তি,
দেশের এই ক্রান্তিকালে ১০ লাখ বীমা পেশাজীবির পাশে দাঁড়াতে বীমা সংশিষ্ট সিইও দের সংগঠন (বীমা ফোরাম) কে অনুরোধ জানিয়েছন বিকেএসবির সভাপতি।দীর্ঘ এক মাস সময় করোনা দূর্যোগে পার হলেও বীমা পেশাজীবিদের পাশে কেউ দাড়ায়নি,দেশে এই মহা দূর্যোগে বিভিন্ন সেক্টরের কর্মীরা বিভিন্ন সুযোগ সুবিধা প্রনোদনা পেলেও বীমা কর্মীরা হতাশ,অফিস বন্ধের অযুহাতে অনেক কর্মীরা তার ন্যর্য পাওনা পর্যন্ত পাচ্ছে না।স্বাধীনতার পর দীর্ঘ ৫ দশক কেটে গেলেও বীমা কর্মীদের কোন সার্ভিস রুল তৈরী করা হয়নি,তাদের পেশাগত কর্মজীবনের ভবিষ্যত কোন গাইড লাইন নেই।তারা সব সময় কোম্পানীর উন্নয়নের স্বপ্ন দেখে,প্রতি বছর হাজার হাজার কোটি টাকা প্রিমিয়াম এনে দেয়, আজ এই মহা দূর্যোগে কর্মীদের পাশে যদি কোম্পানির পক্ষ থেকে কেউ না থাকে এটি হবে এই শিল্পের একটি কলংকজনক অধ্যায়। বীমা ফোরামের সন্মানিত সভাপতি, যার নেতৃত্ব বীমা ফোরাম হয়েছে,যিনি একজন মাঠ কর্মী হতে বীমা কোম্পানির মূখ্য নির্বাহী হয়েছেন,যার সুযোগ্য নেতৃত্বে পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী একটি বৃহৎ কোম্পানীতে রুপান্তরিত হয়েছে,যিনি গত দের যুগ ধরে জীবন বীমা শিল্পের মূখ্য কর্নধার হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন সকল বীমা পেশাজিবীদের প্রিয় ব্যাক্তিত্ব জনাব বিএম ইউসুফ আলী কে বীমা কল্যাণ সোসাইটির সভাপতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন দেশের প্রায় ১০ লাখ বীমা পেশাজীবির কল্যানে তাদের যৌক্তিক ও ন্যায় সংগত দাবী গুলি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে। তিনি অনুরোধ করে আরো বলেন বীমা ফোরামের জরুরী সভা ডেকে,অথবা অনলাইল কনফারেন্স এর মাধ্যমে দেশের ক্রান্তিলগ্নে এই দু:সময়ে কর্মীদের আর্থিক ভাবে সহযোগীতার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন করতে। কারন করোনা সংকট দীর্ঘ হলে লাখ লাখ কর্মী বেকার হবে,অনেকেই আবার আর্থিক সংকট মোকাবেলায় ব্যার্থ হয়ে অভিমান নিয়ে অভাবের তাড়নায় বীমা ছেড়ে অন্য পেশায় যোগ দিবে।এতে করে এই বীমাশিল্প দক্ষ জনবল হারাবে,গভীর সংকটে পড়বে বিভিন্ন কোম্পানী,ধস নামবে বীমা ব্যবসার।করোনা দুর্যোগের এই ক্রান্তিলগ্নে বীমা পেশাজীবিদের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠার জন্য বীমা ফোরামের সম্মানিত সভাপতি জনাব বিএম ইউসুফ আলীর নেতৃত্বে সংশিষ্ট সকল কর্তৃপক্ষ কে নিয়ে একটি মহৎ উদ্যোগ গ্রহন করবেন বলে বীমা কল্যান সোসাইটির পক্ষ হতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন..
আলহাজ্ব জাহাঙ্গীর আলম
প্রতিষ্ঠাতা সভাপতি
বীমা কল্যান সোসাইটি বাংলাদেশ (বিকেএসবি)
সরকারী রেজি:নং-এস ১৩২৩৭/২০১৯
সাবেক ব্যস্থাপনা পরিচালক (সি:সি)
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্য:লি: