ঝুলন দত্ত, কাপ্তাইঃ
রাংগামাটি জেলার কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিনের মোবাইলে অপরিচিত একজন ব্যাক্তি থেকে কল দিয়ে জানাই ওই ব্যাক্তি পরিবার নিয়ে খুব কস্টে দিন পার করছে। বাড়িতে দুইমুঠো খাবার ও নেই যে পরিবারের সদস্যদের খাওয়াবে।। তৎক্ষনাৎ কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন ছুঁটে গেলেন সেই ব্যাক্তির ঠিকানায় এবং তাঁর ব্যক্তিগত সহায়তায় তিনি সেই পরিবারকে তুলে দিলেন খাদ্যসামগ্রী।
এই ব্যাপারে কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন বলেন, এই সংকটকালে অনেকে পারিবারিক লজ্জায় ত্রান নিতে আসে না। তাই অনেকে কল করে আমাদের। আমরা পরিচিত গোপন করে তাদের সহায়তা করি।