
নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলি জাইল্লাপাড়ার স্হানীয় গার্মেন্টস শ্রমিক সাকী জলদাস ও তার পরিবারের উপর স্হানীয় কয়েক ভূমিদস্যু পরিকল্পিত ভাবে হামলা চালানোর অভিযোগ উঠছে। ১৯ এপ্রিল সাকী জলদাস গার্মেন্টস থেকে সন্ধ্যায় নিজ বাড়িতে প্রবেশ করতেই উৎ পেতে থাকা ভূমিদস্যুরা পূর্ব পরিকল্পনাযায়ী সাকীর বাবা মায়ের উপর হামলা চালালে সাকী জলদাস বাধা দিলে তার উপর অতর্কিত হামলা চালায়, সাকীর মুখে ও পিঠে দায়ের কুপ লাগে।সাকী জলদাস বর্তমানে চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। গার্মেন্টস শ্রমিক আহত সাকী জলদাসের পরিবারের অভিযোগ ও তার ভাই স্বপন জলদাস জানান ৫০ বছরের অধিক তার বাবা গুরাবাসী জলদাস এই ভিটেমাটির উপর বসবাস করে আসছে কয়েক ভূমিদস্যু বেশ কয়েক বছর ধরে তাদের বসত বাড়িটি দখলে নেওয়ার চেষ্টা চালায় এবং একটা জাল দলিল সৃষ্টি মাধ্যমে বসত ভিটা ছেড়ে দিতে হুমকি দমকি দিয়ে আসছে পরিকল্পিত হামলার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।।