প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০১৮, ৮:২৮ অপরাহ্ণ
মদ্যপায়ীকে ১মাসের কারাদন্ড দিয়েছে কাপ্তাই ভ্রাম্যমান

বিশু তনচংগ্যা, কাপ্তাই:
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। মাদক বিক্রয় ও সেবন অথবা মাদকের সাথে সম্পৃক্ত থাকা প্রত্যেককে প্রতিদিন অাটক করে ভ্রাম্যমান অাদালতে প্রদান করে কারাদন্ড দেয়া হচ্ছে। কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনী এলাকায় অাজ বুধবার রাত সাড়ে ৯টার সময় মদ্যপান করে মাতলামি সহ স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ করার অপরাধে মো. হাবিবুল ইসলাম (৩১ নামক একজনকে ভ্রাম্যমান অাদালতে ১মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল অামিন। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ অাব্দুর রহমান পাঠান।
কাপ্তাই পুলিশ ফাড়ি সুত্রে জানা যায়, কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনী এলাকায় মদ্যপান করে স্থানীয় মো. অালকাস মিয়ার পুত্র মো. হাবিবুল ইসলাম ব্যাপক মাতলামি করে পরিবেশ নষ্ট করছে। পরে স্হানীয় জনগন পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থল হতে তাকে অাটক করে পুলিশ ফাঁড়ি ইনচার্জ অাব্দুর রহমান পাঠান। পারিবারিক সুত্রে জানা যায়, অাটক হওয়া মদ্যপায়ী হাবিবুল ইসলাম গত ১০বছর ধরেই মাদক সেবনের সাথে জড়িত।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল অামিন বলেন, অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে ২২(ঘ). ধারায় ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাকে অাগামীকাল বৃহস্পিতবার রাঙামাটি অাদালতে প্রেরণ হবে জানান।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.