
মোঃ সোহাগ আরেফিনঃ
করোনা ভাইরাসের করাল গ্রাসে দিশে হারা হয়ে পড়েছে মানুষ।দেশ চলছে লকডাউনের ভিতর,মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, ফলে ঘর থেকে বের হতে পারছেনা খেটে খাওয়া মানুষ,যারা দিন এনে দিন খায়,হতদরিদ্র দিন মজুরি রিস্কাচালক। তাদের প্রতি সাহায্যর হাত বারিয়ে দিয়েছেন সরকারি ও বেসরকারিভাবে সংগঠন গুলো, যে ত্রান দেয়া হচ্ছে তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এমন মানবতার পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগ এর আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু।
মহিউদ্দিন বাচ্চুর নিজস্ব উদ্যোগে
ওয়ার্ডে ওয়ার্ডে চলে আসছে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি তারই ধারাবাহিকতায় আজ হালিশহর বি ব্লক এর কিছু অংশে অসহায় ও হত-দরিদ্রদের বাসায়,গিয়ে ত্রান বিতরন করেন,,
মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের সাবেক ভিপি,নগর ছাত্রলীগের সাবেক সদস্য মোঃসারওয়ার খাঁন সায়মন, এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় সদস্য,, সোহাগ আরেফিন আরো উপস্থিত ছিলেন দীহান,হিরো,সৈকত, রায়হান
হানিফ, ইসমাইল, আসিফ প্রমুখ।