মহানগর প্রতিনিধিঃ
লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং মহানগর অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে আজ নগরীর জামালখান এলাকার দেওয়ানজি পুকুর লেইন এ দিনপ্যাপি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে, ক্যাম্পের উল্যেখযোগ্য সেবা সমূহের মাঝে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার কতৃক চিকিৎসা সেবা প্রদান, বিনা মূল্যে ডায়বেটিস এবং রক্তের গ্রুপ নির্ণয়। উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন লায়ন ডাঃ দেবাশিষ দত্ত, লায়ন ডাঃ শ্যামল বৈদ্য, লায়ন ডাঃ বিদ্যুৎ বিশ্বাস, লায়ন সঞ্জিবন চন্দ্র সরকার, লায়ন সুজিত কুমার দত্ত, লায়ন পরেশ চৌধুরী সহ অন্যান্য লায়ন সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন লিও জেলা জয়েন্ট ট্রেজারার লিও মশিউর রহমান চৌধুরী মাহী, লিও আলভী, লিও লিও সানজিতা, লিও দিপাশা, লিও জান্নাতুন নাঈম, লিও সুস্মিতা দাস, লিও রিদোয়ান, লিও সাইফুল সহ এলাকার আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ।