বাংলাদেশ মানবাধিকার কমিশন চন্দ্রঘোনা শাখার উদ্যোগে করোনা যোদ্ধা পেট্রোল ডিউটিরত পুলিশ বাহিনী ও ভাসমান ছিন্নমূল ক্ষুদার্থদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

আজকের কর্ণফুলী ডেস্কঃ

রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলায় করোনা যোদ্ধা ও ভাসমান ছিন্নমূল ক্ষুদার্থদের মাঝে খাবার বিতরণ করেছে রাঙ্গুনিয়া উপজেলার বাংলাদেশ মানবাধিকার কমিশন চন্দ্রঘোনা শাখা। রাঙ্গুনিয়া ও কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়নে স্থানীয় মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দের মাধ্যমে ২৬ জন পুলিশ ও ৬৪ জন ভাসমান ছিন্নমূল অসহায়দের মাঝে দুপুরের খাবার সহায়তা বিতরণ করা হয়। এইসব খাদ্য সামগ্রী বিতরণের সার্বিক সমন্বয় করেন রাংগুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যক্ষ কে এম মুছা, সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, নির্বাহী সভাপতি এডভোকেট সেকান্দর চৌধুরী, সহ সভাপতি হাজী মোঃ ইদ্রিস সাংগঠনিক সম্পাদক ডাঃ এস এম আবুল ফজল, সহ সভাপতি এডভোকেট রেহেনা আক্তার বেগম, ও চন্দ্রঘোনা মানবাধিকার সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী, সহ সভাপতি দীপক দাশ,
সহ সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন বাদশা,
যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১ টা হতে রাংগুনিয়া ও কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান হতে শুরু করে দোভাষী বাজার,মিশন ঘাট, ফেরীঘাট, মহাজন বটতল, ছুপিপাড়া, মরিয়ম নগর চৌমুহনী, কেপিএম কলাবাগান, রেশম বাগান, বড়ই ছড়ি, শিলছড়ি সীতার ঘাট, কাপ্তাই নতুন বাজার, লগ গেইট, জেটিঘাট এলাকায় ভাসমান ছিন্নমূল অসহায় ক্ষুদার্থদের মাঝে খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাসির উদ্দীন মহোদয়, চন্দ্রঘোনা মানবাধিকার সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, অর্থ সম্পাদক মুহাম্মদ আহছান উল্লাহ, নির্বাহী সদস্য মিন্টু রায় চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ নেজাম উদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ ইব্রাহিম, নির্বাহী সদস্য রাশেদুল ইসলাম সমাজ সেবক ইকাবাল হোসেন, মুহাম্মদ পারভেজ, ইউপি সদস্য বাবু স্বরণ বড়ুয়া প্রমুখ।উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার ও চন্দ্রঘোনা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক এই মহতী কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাসির উদ্দীন মহোদয় ও গ্রীন মডেল স্কুল চন্দ্রঘোনার পরিচালক মোঃ মহি উদ্দিন বাদশার নিকট খাবার পরিবহন ও বিতরণ করার জন্য স্কুল বাস দিয়ে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করে দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত