রাজস্থলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কার্যক্রমে মহা পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ত্রান তহবিলে অার্থিক সহায়তা প্রদান করেছে,, রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ১ দিনের বেতন প্রদান করা হয়েছে।
রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অাবুল কালাম অাজাদ এ প্রতিনিধিকে জানান,, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কার্যক্রমে মহা পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজস্থলী শাখা সোনালী ব্যাংকের কস্ট মেমোর মাধ্যমে যার নং,,,১৬২৬১০২০০০৪৫৩ গনভবনের অনুকলে ত্রান তহবিল সহায়তার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের ১ দিনের বেতন স্বরপ সর্বমোট ১.১২৪২৩ টাকা মহাপরিচালকের বরাবরে পাঠানো হয়েছে বলে শিক্ষা অফিসার জানান।