ঝড় থেমে যাবে

নিজস্ব প্রতিবেদক

মোঃ সাকিল ইমতিয়াজ

পথ আছে পথিক নেই,
রাত আছে ঘুম নেই।
বেঁচে থেকেও জীবন নেই,
আতঙ্কের কোনো উৎসব নেই।

শূন্যতায় ভুগছে ধরা,,
চলে যাচ্ছে হাজারও প্রান,,
ছেড়ে এ বসুন্ধরা।

মৃত্যুর মিছিলে নেই আকার,,
সবদিকে শুধু হাহাকার।
বাবার কাধে বয় ছেলের লাশ,
কেউ বা সচেতন কেউ বা উদাস।

স্বপ্ন দেখি ঝড় থেমে যাবে!
স্বপ্ন দেখি মায়ের কোলে শিশু হাসবে!
স্বপ্ন দেখি বন্ধ দোয়ার খুলে যাবে!
মুক্ত বাতাসে হবো পারাপার।

আর মাথা টুকে যাবো কত কাল ?
কবে শেষ হবে এ মহাকাল?
এতো প্রান হলো বলিদান।
ক্ষুধার তাড়নায় পেঠে জ্বলে লেলিহান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত