
শাহিনা শিউলি , শেরপুর :
বিশ্বব্যাপি করোনা ভাইাসের প্রভাবে পৃথিবীর অনন্যা দেশের মত আমারে দেশেও চলছে টানা লকডাউন। আর টানা লকডাউনের কারণে কর্মহীন দেশের প্রতিটি মানুষ। এর ব্যতিক্রম নয় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় বসবাসরত গারো আধিবাসীরা।
কর্মহীন নালিতাবাড়ী উপজেলার গারো সম্প্রায়দের কাছে ইতিপূর্বে কোন সরকারী বেসরকারী ত্রাণ সামগ্রী না পৌঁছায় মনবেতর জীবন যাপন করছিল গারো সম্প্রদায়ের প্রায় প্রতিটি পরিবার।
এবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা চেরম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম এগিয়ে এলেন কর্মহীন গারো আধিবাসীদের কাছে তিনি ব্যাক্তিগত অর্থায়নে আজ ২৪ এপ্রিল উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওদারা কাটাবাড়ি গ্রামে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ৫১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও নালিতাবাড়ী উপজেলা চেরম্যান একি এলাকার নিম্নবিও মুসলিম সম্প্রদায়ের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এাণ বিতরণ করেন।
নালিতাবাড়ী উপজেলা চেরম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম এসব খাদ্য ও উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,আটা, তেল,পিঁয়াজ, চেপা শুঁটকি ও কাচাঁ মরিচসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
ত্রাণ বিতরণের সময় উপস্থি স্বেচ্ছাসেবীরা গণমাধ্যমকে জানান ইতিমধ্যেই নালিতাবাড়ী উপজেলা চেরম্যানের নিজস্ব তহবিল থেকে ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এই কার্যক্রম সংকটবালীন সময়ে অবাহত থাকবে বলে তারা জানান।