হৃদয় আলম, চবি প্রতিনিধি :
করোনাভাইরাসে কারণে দেশের মানুষ যখন ঘরবন্দী ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছে কৃষকরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের নেতৃত্বে জোবরা গ্রামে অসহায় দুইজন কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।
এ বিষয়ে চবি ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ অতীতের ন্যায় বর্তমানেও জাতির দুর্দিনে দেশে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ছাত্রলীগের ছোটো ভাইদের নিয়ে ভয় আর অভাবে ধান কাটতে না পারা অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় চবি ছাত্রলীগ কর্মী নেছারুল করিম, সৈয়দ আমিন হুসেন, ফরাজী সজিব, ইমরান,শাকিল সহ অনেকেই এই কার্যক্রমে অংশ নেয়।