বায়েজিদ বোস্তামী থানা প্রতিনিধি :
নগরীর বায়েজিদ বোস্তামী থানারধীন শেরশাহ বাংলা বাজার এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়াকে কেন্দ্র করে বায়েজিদ থানা মহিলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি জান্নাত বেগমকে পূর্বের শত্রুতার জের ধরে এলোপাতাড়ি ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসীর হামলা করার অভিযোগ পাওয়া যায়।
গত ২৪ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় স এ ঘটনা ঘটে।
জান্নাত বেগমের বড় মেয়ে মেরি বেগম বলেন, আমি শেরশাহ বাংলা বাজার এলাকায় বসবাস করি। হঠাৎ করে আমার মাতা জান্নাত বেগমকে একা পেয়ে রহিমা বেগম (৪০), শানু বেগম (৩৭), মোহাম্মদ ইউসুফ (৩৫), আসিনা বেগম (২৫) ও জাহানারা বেগম (২০) এই সন্ত্রাসীরা আমার মাকে এলোপাতাড়িভাবে মারধর করে। এলাকার অশৃঙ্খল, খারাপ, ইয়াবা ব্যবসার সহিত জড়িত। আমার মাতা জান্নাত বেগম (৫০) মহিলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হওয়ায় সন্ত্রাসীরা প্রায় সময়ই ঝগড়া-বিবাদ ও ক্ষতি করার চেষ্টা করে এবং আমার মাকে প্রায় সময়ই বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন পূর্বক হুমকি দিয়ে আসছে।
তিনি আরো বলেন, আমার মাতাকে বাংলাবাজার এলাকায় রাস্তার উপর একা পেয়ে পূর্বের শত্রুতার জের ধরে রহিমা বেগমের নির্দেশে পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা লাঠি, কিরিচ, ফাইপ ও রড ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম ও রক্তাক্ত অবস্থা করে। আমার মাতা চিৎকার করলে আশেপাশের লোকজন শুনলে আমাকে, আমার দুই বোন ও আমার মাতার ভাড়াটিয়াদেরকে জানাই, আমরা আসলে সন্ত্রাসীরা সবাই মিলে আমাদেরকেও মারধর শুরু করে। পরে এলাকার লোকজন বাঁধা দিলে সন্ত্রাসীরা চলে যায়। তাৎক্ষণিক আমার মাতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা জন্য নিয়ে যাওয়া হয়।