রাঙ্গুনিয়ায় ইছামতি একতা সংঘ রাতের আঁধারে ৬০ পরিবারেরকে পৌঁছাল নিত্যপ্রয়োজনীয় উপহার

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনীয়া প্রতিনিধি

বিশ্ব মানবতা আজ জেগে উঠেছে ৷কর্মব্যাস্ত জীবন আজ থমকে গেছে ৷দৈনন্দিন আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে ৷প্রানঘাতি করোনা ভাইরাসের প্রকোপে পুরো দেশ আজ অচল ৷থমকে গেছে সাধারন মানুষের পথচলা ৷ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সংগঠন ,সরকারি ,বেসরকারি প্রতিষ্টান সহ মানবতার পূজারী ব্যাক্তি বর্গ ৷ তারই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া পৌরসভার অন্তর্গত শান্তিনিকেতন ইছামতি একতা সংঘের উদ্যেগে অসহায় এবং মধ্যবিত্ত ৬০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরন করা হয় ৷ ২৫ এপ্রিল রোজ শনিবার রাতের অন্ধকারে নিরবে এই উপহার সামগ্রী পৌঁছে দেয় ইছামতি একতা সংঘের এক ঝাঁক কর্মী ৷
সংগঠনের এই রুপ মানবতার কাজে অংশগ্রহনে প্রশংসিত হয় ৷ইছামতি একতা সংঘের কর্মকর্তারা বলেন এই মহামারিতে আমরা চেষ্টা করেছি প্রথম ধাপে ৬০ পরিবারের পাশে দাঁড়াতে ৷

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত