মোঃ সাকিল ইমতিয়াজ
এ বারে বেঁচে গেলে,
সিংহাসন ছেড়ে দেব।
এ বারে বেঁচে গেলে,
সব স্বার্থ বিলিয়ে দেব।
এ বারে বেঁচে গেলে,
সব লালসা ভুলে যাব।
এ বারে বেঁচে গেলে,
সব শত্রু বন্ধু পাতিয়ে নেব।
এ বারে বেঁচে গেলে,
করবো না আর হানাহানি।
এ বারে বেঁচে গেলে,
করবো না আর ঝগড়ামি।
এ বারে বেঁচে গেলে,
সমীচীন হয়ে যেতাম।
এ বারে বেঁচে গেলে,
পৃথিবীকে ভালবাসতাম।