মোঃ কামাল হোসেনঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির মাধ্যমে সরকারের কাছে করোনা ভাইরাস জনিত সংকটে চট্টগ্রাম সাংবাদিক ফোরামের অসচ্ছল সাংবাদিকদের জন্য সহায়তার আবেদন করেছেন সংগঠনটির সদস্যরা। গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার তথ্যমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউজে করোনা ভাইরাস প্রতিরোধে সংকটকাল উত্তোরণ প্রসঙ্গে এক জরুরি সভায় আসলে সংগঠনের সদস্যরা এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে
আবেদন পত্রখানা প্রদান করেন। চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর আহবায়ক শিব্বির আহম্মদ ওসমান সাক্ষরিত আবেদন পত্রে সংবাদকর্মীরা বলেন, চট্টগ্রাম সাংবাদিক ফোরাম ১৯৭৯ সাল থেকে সাংবাদিকদের নানা দাবী ও অধিকার আদায়ে সাংবাদিকদের স্বার্থে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি নোভেল করোনা ভাইরাসের প্রতিরোধকল্পে বিশ্বের অন্যান্য স্থানের মত বাংলাদেশেও ২৬ মার্চ থেকে সারাদেশে কার্যত বন্ধ ঠিক তখন চিকিসৎক-স্বাস্থ্য কর্মী, আইন শৃঙ্খল বাহিনীর পাশাপশি মিডিয়া কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। ইতিমধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেশকিছু সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত। সারা দেশে লকডাউনে আর্থিক সংকঠের কারণে বিজ্ঞাপন না থাকায় দৈনিক সংবাদপত্র, টিভি চ্যানেলও অনলাইন নেউজ পোর্টাল প্রকাশনা অব্যহত রাখা দুরহ হয়ে পড়েছে। এরি সাথে অনেক প্রতিষ্ঠান আর্থিক চরম সংকটের কারণে সংশ্লিষ্ট সাংবাদিক ও সংবাদকর্মীরা বেতন ভাতাদি নিদিষ্ট সময়ে প্রদান না করায় সাংবাদকর্মীদের পরিবার নিদারুন আর্থিক কষ্টে দিন যাপন করছে। বর্তমানে তারা চরম আর্থিক সংকট ও পরিবারের সদস্যদের অভুক্ত রেখে দেশের স্বার্থে মানবিক দিক বিবেচনা করে সম্পূর্ন অরক্ষিত অবস্থায় দিবা-রাত্রি সংবাদ সংগ্রহ ও সরবরাহ করছে। উল্লেখ্য বর্তমানে চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সাথে সংশ্লিষ্ট সংবাদকর্মীরা চরম সংকটে ।
এমতাবস্থায় চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সাথে সংশ্লিষ্ট সাংবাদকর্মীদের জন্য সরকারি সহায়তার কোন বিকল্প নাই এবং সরকার ঘোষিত প্রনোদনায় চট্টগ্রাম সাংবাদিক ফোরামের অসচ্ছল সদস্যদের অর্ন্তভুক্ত করে তাদের জন্য মানবিক সহযোগীতার দাবী জানান আবেদন পত্রে সংগঠনের সদস্যরা।