মোবাইল কোর্ট চট্রগ্রাম রাস্তায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ,এম.এ.সাত্তার :

চট্টগ্রামে আনোয়ারা চাতরী চৌমুহনীতে  ভ্রাম্যমাণ আদালত-১৩ এর অভিযানে ২১ যানবাহনকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিআরটিএ এর সহযোগিতায় আনোয়ারা-বাশখালী প্রধান সড়কের চাতরী চৌমুহনী  এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সোহেল রানা, ও বিআরটিএ মটরযান পরিদর্শক।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা  জানান, যানবাহনের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ও ইনস্যুরেন্স না থাকায় ২১ যানবাহনকে মোটরযান অধ্যাদেশ আইন-১৯৮৩ সালের ১৫২ ও ১৫৫ ধারায় মোট ২১টি মামলা ও মোট ১১ হাজার ২০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
একই সাথে নগরীর বায়িজিদ মোড় ও টাইগার পাস মোড়ে  মোবাইল কোর্ট পরিচালিত করে চট্টগ্রাম বি.আর.টি.এ।[starlist][/starlist][starlist][/starlist]

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত