জামিল বিশ্বাস ও আব্দুল হকঃমানিকগঞ্জঃ
জেলার পাটুরিয়া ঘাট দিয়ে পার হচ্ছে হাজার হাজার কর্মজীবি মানুষ।দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার শত শত কর্মমুখী শ্রমিক নিজ নিজ কর্মস্থানে যোগ দিতে করোনাভাইরাসকে অপেক্ষ করে জীবনের ঝুকি নিয়ে পার হচ্ছে পাটুরিয়া ঘাট।সরেজমিনে দেখা যায় যে,এ সকল মানুষ সরকারি কোন বিধি-নিষেদ না মেনেই চলছে ঢাকা মুখি।নেই সামাজিক দূরুত্ব, নেই সুরক্ষা সামগ্রী, অনেকের মুখে নেই মাস্ক নেই হ্যান্ড গিলাপস্ক। তাদের কাছে জানতে চাইলে তারা বলেন-এক প্রকার নিরুপায় হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে ছুটতে হচ্ছে তাদের কর্মস্থলে।গার্মেন্টসগুলো খুলে দেয়া হয়েছে, তাদের কে ফোনে ও এস এম এসের মাধ্যমে নিজ নিজ কর্মস্থলে যোগদানে চাপ প্রয়োগ করা হচ্ছে।যেহেতু পরিবহন বন্ধ সেহেতু তারা ভ্যান, অটোরিকশা ও ব্যাটারি চালিত গাড়িতে গাদাগাদি করে ঢাকা মুখি ছুটছে।এতে করে বাড়ছে করোনাভাইরাসের ঝুকি। পুলিশ প্রশাসনের নিকট জানতে চাইলে বলেন-যেখানে ঢাকাসহ আশেপাশের সকল গার্মেন্টস গুলো খুলে দেওয়া হয়েছে সেখানে এ পরিমান জনতাকে সচেতন করা সম্ভাব না তবে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে সচেতন করা হচ্ছে। যেখানে বাংলাদেশ করোনাভাইরাস (কভিড-১৯) প্রকোপে চতুর্থ ধাপে আছে সেখানে সামাজিক দূরত্ব বজাই রাখতে না পারলে বাংলাদেশ ভয়ংকর পরিস্থিতিতে পড়তে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।