প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ
টেকনাফে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা জকির গ্রুপের দুই ডাকাত নিহত

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় র্যাবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত জকির গ্রুপে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছেন। ওই সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় এবং এই ঘটনায় র্যার-১৫’এর কয়েক সদস্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতরা হলেন- ২৬ নম্বর নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ আব্দুল হাকিম (২৫) ও অজিউল্লাহ’র ছেলে মো. রশিদ উল্লাহ (৩৫)। ১মে ভোররাতে রোহিঙ্গা ক্যাম্প-২৬-এ র্যাব-১৫ একদল সদস্যের সাথে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জাদিমুরা এলাকায় যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে রাইফেল, ওয়ান শুটারসহ ১৫টি আগ্নেয়াস্ত্র, গুলি ও দুইটি রামদা উদ্ধার করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.