নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুরঃ
নাটোরের লালপুরে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। আজ শনিবার উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন এলাকার হতদরিদ্র কর্মহীন রিক্শা, অটোরিক্শা,ভ্যান চালকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি । এসময় সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে আসবেন না, কেউ না খেয়ে থাকবেননা আমি খাদ্য পৌঁছে দেবো। খাবার না পেলে আমাকে অবহিত করুন। সরকারি নির্দেশনা মেনে চলুন এবং কেউ অসুস্থবোধ করলে দ্রুত হাসপাতাল সহ আমাকে অবগত করুন। করোনায় কেউ আতঙ্কিত হবেন না নিয়ম মেনে সচেতনতা অবলম্বন করে চললে আমরা সকলেই মরন ব্যাধী করোনা ভাইরাস থেকে মুক্তিপাব।