জামিল বিশ্বাসঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে সরকারের বিধি-নিষেদ অমান্য করে বসল সাপ্তাহিক হাট। হরিরামপুর উপজেলার প্রায় ১৩ টি ইউনিয়নের ক্রেতা-বিক্রতারা এই হাটে উপস্তিত ছিল।সরেজমিনে দেখা যায় যে,ক্রেতা-বিক্রতাগন কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনে, সুরুক্ষা সামগ্রী ব্যবহার না করে হরহামেসে বেচা- কেনা করছে তাদের পণ্য সামগ্রী।ফলে করোনাভাইরাসের ঝুকি বাড়ছে। স্থানীয় সেচ্ছাসেবক টিম সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাট বসাতে বাধা প্রয়োগ করলে তাদের কে বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক রোমান মন্সী ও ক্যাশিয়ার হাবিবুর রহমান খোকন সেচ্ছাসেবক দলের সমন্বয়কারী সাইফুল ইসলামকে তাদের কাযর্কম বন্ধ করার জন্য বহুমুখী হুমকি দেয়।সেচ্ছাসেবক দলের সমন্বয়কারী সাইফুল ইসলাম বলেন -হাট বসার ঘটনাটি পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়া হবে।ঝিটকা বাজার বণিক সমিতির পক্ষে হতে সাংগঠনিক সম্পাদক রোমান সুন্সী বলেন -হাট বসার ব্যাপারে আমাদের কোন কিছু জানা ছিলনা, লোকসমাগন দেখে বণিক সমিতির পক্ষে হতে সচেতন মুলক মাইকিন ও হাট বন্ধ করার তাগিদ দেন তারা। ঝিটকা বাজার ব্যবস্থাপনার সভাপতি গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন-কে বা কারা ঝিটকা বাজারে সাপ্তাহিক হাট-বাজার বসার জন্য ক্রেতা-বিক্রতাকে উৎসাহিত করেছে আমার জানা নাই, তবে আমি ঘটনাটি খুতিয়ে দেখছি। উপজেলা নির্বাহী কর্মকতা সাবিনা ইয়াসমিন বলেন- কোনভাবেই হাট কার্যক্রম পরিচালনা করা যাবে না।এ হাট পরিচালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়া হবে। হরিরামপুরেরর সচেতন নাগরীকের পক্ষে হতে জানানো হয়,হঠাৎ এ রকম জনসমাগম করে হাট বসানো হলে করোনাভাইরাসেরর প্রকোপ বাড়তে থাকবে।অচিরেই হরিরামপুর থানা রেড সিগনালেরর আওতাই আসবে।