
রাঙ্গুনীয়া প্রতিনিধিঃঃ
দেশ জুড়ে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। চালিয়ে যাচ্ছে সহযোগিতা সহায়তার হাত তেমনি চট্টগ্রাম রাঙ্গুনিয়া আজ পূর্বকোদালা বড়ুয়া পাড়া “একতা সংঘে”র সহযোোগিতয় বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের অর্থায়নে করোনা ভাইরাসের কারণে হত দরিদ্র মানুষের পাশে ২৮ পরিবারকে কিছু শুভেচ্ছা উপহার প্রদান করেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় মহাথের ও বাবু রতন কুমার বড়ুয়া নিবার্হী সদস্য এবং উত্তমানন্দ থের প্রমুখ।