
শ্রীকান্ত চৌধুরী :
আজ ৪ মে তথ্য মন্ত্রী ড হাসান মাহমুদের নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন রাঙ্গুনিয়ায় উপজেলা স্বেচ্ছা সেবক লীগ। সকালে রাঙ্গুনিয়ায় পৌরসভার ১ নং ওয়ার্ডের কয়েকজন অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের তত্বাবধায়নে। কৃষকের ঘরে ধান তুলে দেওয়ার কার্যক্রম চলছে কাউন্সিলর জালাল উদ্দিনের এমন ফোনে রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ কৃষকের পাশে গিয়ে কৃষকের ধান কেটে দিয়ে ঘরে তুলে দিলেন। ধান কাটা অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আজিম উদ্দিন, হেলাল তালুকদার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান রনি, সেকান্দর হোসেন শান্ত, নাছির উদ্দিন রিয়াদ, আবু তৈয়ব, আজিম শিকদার আমির হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।