মায়ার দীর্ঘশ্বাস

নিজস্ব প্রতিবেদক

মোঃ সাকিল ইমতিয়াজ

ভালবাসা ভালোবেসে ফিরেছি সেদিন ঘরে,
আমি কি আর জানতাম ধুসর হবে আকাশ।
বুকে ব্যাথা জমা রেখে তার ছবি একেঁ একেঁ,,
প্রস্থান যদি না হয় প্রেম বিলাবো আবার।

অসুখকে ফাঁকি দিয়ে সুখের খুঁজে যাবো,
অনুভূতির পিয়ালা হতে আবারো প্রেম বিলাবো।
অসুখ নয় তোমার দীর্ঘশ্বাসে মরে যাবো আমি।
তোমার হৃদস্পন্দন ছুঁয়ে নিঃশেষ অসুখের হাতছানি

জমে থাকা কথার ভারে আমি মরে যাবো।
মরে যাবো আমি আমার মনের যন্ত্রণায়।
ছটফট করতে করতে মরে যাবো।
মরে যাবো তোমায় না দেখার ব্যাথায়।

আমি যাবো যখন ফুটে গাছের ডগায় ফুল,
আমি যাবো যখন নদীতে উঠে হিল্লোল।
আমি যাবো যখন পাখি নীড়ে ফিরবে।
আমি পিয়াল হাতে আবার প্রেম বিলাবো।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত