রাজস্হলীতে বৈদ্যুতিক খুঁটির সাথে  ট্রাকের ধাক্কা লেগে উল্টে গুরুতর আহত ১ 

নিজস্ব প্রতিবেদক

 

রাঙ্গামাটি ব্যুরোঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা-রাজস্থলী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ আব্দুল্লাহ (৩০) নামের এক ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বিচ্ছিন্ন রয়েছে সমগ্র এলাকায় বিদ্যুৎ সংযোগ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার (৪ মে) রাত সাড়ে ১১টায় রাজস্হলী – চন্দ্রঘোনা সড়কের শফিপুর ছালাম মার্কেট এলাকার ভিডিপি চেকপোষ্টের সামনে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি (ভোলা ড ১১-০৩০৯)। পরে পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মুহুর্তেই ট্রাক উল্টে গেলে আহত হয় ট্রাকের হেলপার মো. আব্দুল্লাহ। অপরদিকে পালিয়ে যায় ট্রাকের চালক। পরে আহত আব্দুল্লাহকে ঘটনাস্থল হতে উদ্ধার করে বাংগালহালিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার। এদিকে বিদ্যুৎ সংযোগ মেরামতে কাজ চলমান রয়েছে বলে জানান, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত