
নিজস্ব সংবাদদাতা,মহেশখালী:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বা ঘোনা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দেড় লাখ পিচ ইয়াবাসহ দু জন ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে মহেশখালী থানা পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কার্ভাড ভ্যান জব্দ করেছে। আটকের ঘটনাটি ঘটেছে ৫ মে মঙ্গলবার ভোর ৪ টায়। পুলিশ জানায়, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ডেইল পাড়া ৭নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি ও তার জামাতা স্পীট বোট ড্রাইভার সাদ্দামের বাড়ী থেকে এই বিশাল ইয়াবা চালান কর্ভাড ভ্যান করে পাচারের জন্য রাওনা হয়। ওই সময় গোপন সূত্রে খবর পেয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর এর নেতৃত্বে তদন্ত ওসি বাবুল আজাদের বিচক্ষণতায় লম্বা গোনা নামক স্থান থেকে এ বৃহৎ পরিমাণ ইয়াবাসহ দুই সহযোগীকে আটক করে। এ সময় একটি কার্ভাড ভ্যান জব্দ করে।আটক হওয়া একজন চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকার আয়ুব আলীর ছেলে মোঃ করিম উল্লা (৩৫) অন্য জনের বাড়ী সুনামগঞ্জের তাহিরপুরের লাকসামের সোলাইমানের ছেলে নূর মোহাম্মদ (৩২)। স্থানীয় একাধিক সুত্র জানায়, বিপুল পরিমান ইয়াবা আটকের পর থেকে ওসমান গনি মেম্বার ওরফে বর্মাইয়া ওসমান ও তার ছেলে এবং স্পীটবোট ড্রাইভার থেকে নব্যকোটিপতি সাদ্দামসহ বেশ কজন আত্মগোপনে চলে যায় বলে জানান।মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ছোট মহেশখালী ৭নং ওয়ার্ডের মেম্বার ওসমানের বাড়ীতে ৪ মে রাতে অবস্থান নেন ইয়াবাচালান কারবারীরা । ৫ মে ভোরে ইয়াবা নিয়ে যাওয়ার সময় লম্বা ঘোনা নামক স্থান থেকে ইয়াবাসহ দুই কারবারি কে প্রায় দেড় লক্ষ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ও পলাতক ইয়াবকাকারীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনের মামলা হচ্ছে বলেও জানান।