মহেশপুরে কুখ্যাত মাদক সম্রাট ফেন্সি মনির পুলিশের হাতে আটক,অতপর পলাতক

নিজস্ব প্রতিবেদক

মহেশপুর অফিসঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঈর্শালডাঙ্গা মোড় থেকে পুলিশের হাতে আটক কুখ্যাত মাদক ব্যবসায়ী ফেন্সি মনির (৫০) পালিয়ে গেছে। মনির মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরি গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি ১৫০ সিসি এ্যপাচি মটর সাইকেল উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী মনিরকে গ্রেফতার করতে পুলিশ সাঁড়াসি অভিযান চালাচ্ছে বলে দত্তনগর পুলিশ ফাড়ির এ এস আই সাইফুল ইসলাম জানিয়েছে। উপজেলার স্বরুপপুর ইউনিয়নের ঈর্শালডাঙ্গা গ্রামের ইউপি মেম্বর ফারুক হোসেন জানান পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে দত্তনগর পুলিশ ফাঁড়ির টু আই সি সাইফুল ইসলাম দুই জন কনস্টেবল নিয়ে স্বরুপপুর ইউপির ঈর্শালডাঙ্গা এলাকা থেকে ফেন্সি মরিনকে ৮৪ বোতল ফেন্সীডিল সহ একটি এ্যাপাচি মটর সাইকেল আটক করে। কিন্তু হাতকড়া পরানোর সময় মনির পালিয়ে যায়। এব্যাপারে মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান মনির পালিয়ে গেলেও তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। এলাকাবাসি জানায় ঘুগরি গ্রামের মোজাম্মেল হকের ছেলে মনির সীমান্তের সব চেয়ে বড় মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে এই ব্যবসার সাথে জড়িত বলে সীমান্তের মানুষ তাকে ফেন্সি মনির বলেই চেনে। এবিষয়ে ১৯ অক্টোবর পলাতক আসামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক দ্রব্য  আইনে একটি মামলা হয়েছে। উল্লেখ্য অপর দিকে এঘটনাকে কেন্দ্র করে থানাধীন দত্তনগর পুলিশ ফাঁড়ির টু আই সি, এ এস আই, সাইফুল ইসলামকে ঝিনাইদহ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত