
নিজস্ব প্রতিবেদকঃ
মাত্র ৯ দিনের ব্যবধানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৩ জন সাংবাদিক। আজ বৃহস্পতিবার ৭ মে রাতে মারা গেলেন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আসলাম রহমান। এরআগে ২৯ এপ্রিল সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন ও ৬ মে বুধবার সাব এডিটর মাহমুদুল হাকিম অপু মারা গেছেন।সবশেষ তথ্যনুযায়ী ৬৭ জন গণমাধ্যমকর্মীর করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম সাংবাদিক ফোরাম করোনা শনাক্ত হওয়া ৬৭ জন গণমাধ্যমকর্মীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছে। সেইসাথে পরিবারের প্রতি সরকারের দ্রুত নজর দেওয়া জন্য সরকারের প্রতি বিশেষ আবেদন জানাচ্ছে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সৃষ্টিকর্তার নিকট চট্টগ্রাম সাংবাদিক ফোরামের প্রার্থনা আর কোন গণমাধ্যমকর্মী আমাদের ছেড়ে চলে না যান। আপনারাও প্রার্থনা করবেন।