
আজকের কর্নফুলী প্রতিবেদকঃ
চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার উদ্যেগে শনিবার( ৯ মে) চট্টগ্রামের সদরঘাট জুঁই কমিউনিটি সেন্টারে ১৬২ সাউন্ড ক্রু আর লাইট ক্রুর মাছে ৫ দিনের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি বিশিষ্ট তবলাবাদক অভিজিত চক্রবর্তী, বর্তমান সভাপতি প্রবীর দত্ত সাজু, সাধারণ সম্পাদক অসীম চন্দ বাপ্পী, সজল ভট্টাচার্য, এস এম শাহজাহান, মো তাজউদ্দিন, শিমুল চন্দ্র নাথ সহ সংগঠনের কর্মীরা।উল্লেখ যে মহামারি করোনার প্রকোপে যারা সংগীতপেশায় যুক্ত তারা কর্মহীন হয়ে জীবন পার করছেন। সেইসব শিল্পীদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা। এই সংগঠনটির পক্ষ হতে গত দুই মাস ধরে ১ম ধাপ ২৫০ জন কে ৫ দিনের খাদ্য সামগ্রী এবং দ্বিতীয় ধাপে ১৫০ জনকে ১০ দিনের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগীত পরিচালক অসীম চন্দ বাপ্পী।