
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল সকালে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক ইনফো বাংলা এর রিপোর্টার মোঃরেজাউল হক ফারুক গতকাল শনিবার দুপুর বেলায় পাহাড়তলী থানাধীন কাচা রাস্তা এলাকায় মোটর সাইকেল ও ট্রাক সংঘর্ষের দুর্ঘটনায় ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং একই ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক শহিদুল ইসলাম। স্থানীয় লোকজন শহিদুল ইসলামকে চট্টগ্রামের আলামিন হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যান। স্থানীয় সূত্রে প্রত্যক্ষদর্শী ব্যক্তিগণ জানান মোটরসাইকেলের মুখোমুখি একটি ট্রাক দ্রুতগতিতে এসে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও এলকার প্রত্যক্ষদর্শীদের সহায়তায় ট্রাক সহ ড্রাইভারকে আটক করে থানা হেফাজতে নিয়ে যান। চট্টগ্রাম সাংবাদিক ফোরাম দৈনিক ইনফো বাংলা এর রিপোর্টার মোঃরেজাউল হক ফারুক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। সাংবাদিক শহিদুল ইসলাম কে দেখতে তার নিজ বাস ভবনে ছুটে যান চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর আহবায়ক শিব্বির আহমেদ ওসমান এবং সদস্য সচিব চৌধুরী মুহাম্মদ রিপন। এই সময় আহত সাংবাদিক শহিদুল ইসলাম খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করেন।