নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার বিআইটিআইটি থেকে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি শিক্ষা উপমন্ত্রী ৷ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই ।রোববার (১০ মে) চট্টগ্রামের দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৪৯ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। এদের মধ্যে একজন সালেহীন। বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হবার খবর নিশ্চিত করেছেন মহিউদ্দিনের জামাতা চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী।
তবে পারিবারিক সুত্র জানিয়েছে, তার শরীর সুস্থ রয়েছে। ঘরেই করোনার চিকিৎসা নেবেন তিনি। শুক্রবার ঢাকা থেকে ফিরে জ্বর অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরন করা হয়। ৩২ বছর বয়সী সালেহীন নগরীর নাসিরাবাদের মেয়র গলির নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন। তার স্ত্রী ও পুত্র বর্তমানে ঢাকায় রয়েছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
রিপোর্ট পজিটিভ আসার পর রাত এগারোটার দিকে চট্টগ্রামের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসা লকডাউন করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (রবিবার পর্যন্ত) চট্টগ্রামের বিআইটিআইডি’তে ২১৭ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে ১৪ জন চট্টগ্রামের। নতুন আক্রান্তের মধ্যে ১১ জন পুরুষ রোগী, দুইজন নারী এবং একজন কিশোরী রয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬৮ জনে।