মোহাম্মদ রাকিবঃ
মডেল মুবিনুল হক। ২০১৬ সালের ডিসেম্বরে মডেলিংয়ে নিজের নাম লেখান এ তরুণ। পরবর্তীতে একের পর এক ব্যান্ড ফটোশুট, ম্যাগাজিন ও বিল বোর্ডের জন্য মডেল হয়েছেন তিনি।
পরে চট্টগ্রামের উইন্ডোজ মাল্টিমিডিয়া এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ফ্যাশন শো এর কাজ করেছেন। এছাড়াও সৈয়দ অমির কন্ঠে 'পরদেশী প্রেম' শিরোনামের মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেন তিনি।
এ প্রসঙ্গে গণমাধ্যমে মুবিনুল বলেন, ছোটবেলা থেকেই চাইতাম একদিন অভিনয় করব। আর তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। যদি কখনো ছোট পর্দায় কাজের সুযোগ আসে তাহলে নিজেকে মেলে ধরার চেষ্টা করব।