জামিল বিশ্বাসঃ
মানিকগঞ্জ জেলার প্রতিটি শপিংমল, মার্কেট ও দোকান অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে গণ বিজ্ঞপ্তি দেন জেলা ম্যাজিস্ট্রেট।গতকাল মঙ্গলবার এ গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানিকগঞ্জ জেলার জনমানুষের স্বাস্থ্য সুরুক্ষা নিশ্চিত করতে বুধবার (১৩মে) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, কাঁচা বাজার,ঔষদের দোকান ও নিত্যপ্রয়োজনী দোকান ব্যতিত সকল প্রকার শপিংমল, মার্কেট দোকানপাট বন্ধ থাকবে।গণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ঈদকে সামনে রেখে সকল প্রকার দোকান মার্কেট ও শপিংমল খোলার অনুমতি দিলেও ৯০% ক্রেতা-বিক্রতারা সামাজিক দূরত্ব ও সরকারী বিধি-নিষেদ না মানার কারণে মানিকগঞ্জ জেলা প্রশাসক এমন সিন্ধান্ত নেন। কেউ এ আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সাংবাদিকদের জানান মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।