কাপ্তাই প্রতিনিধি :
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে চিৎমরম, রাইখালী এবং ওয়াগ্গা ইউনিয়নের ১২৫ টি অসচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার(১৩ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের হাতে এই সহায়তা হস্তান্তর করেন।
এই সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ২ নং রাইখালীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক,উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ইলিয়াছ, ইউপি সদস্য অমল কান্তি দে, স্বাস্থ্য পরিদর্শক নিখিল কান্তি দে, স্বাস্থ্য বিভাগের প্রধান সহকারী মো: শাহজাহান উপস্হিত ছিলেন।