
এম, এ কাশেম \ মীরসরাই থেকেঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে অপর একটি ট্রাক প্রচন্ড ভাবে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২জন নিহত হয়। এবং এতে আহত হয়েছেন আরও ৩জন। মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোরে মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় মর্মান্তি এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ২জন হলেন- ট্রাকচালক মোঃ জাহাঙ্গীর আলম (৩৪) ও সহকারী আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়া (৩২)। আহতদের মধ্যে বেদারুল ইসলাম (৪০) এর নাম পাওয়া গেলে ও বাকী ২জনের নাম জানা যায়নি। জাহাঙ্গীর আলমের বাড়ি চট্টগ্রামের কর্ণফূলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এবং আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়ার বাড়ি নওগাঁর মকিমপুর এলাকায় বলে জানা গেছে। জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, চট্টগ্রামগামী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১৮-৬৪৭০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৩৪৫১) কে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের ভেতর আটকা পড়েন ৪জন। আমরা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ২জনের লাশ উদ্ধার করি এবং গুরুতর আহত ১জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।