প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০১৮, ১২:০৭ অপরাহ্ণ
টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ৫৯ হাজার ৮’শ পিচ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবি'র পৃথক অভিযানে মালিক বিহীন ৫৯ হাজার ৮’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
সূত্রে জানা যায়, (২৩ অক্টোবর) মঙ্গলবার ভোররাত ৪টার দিকে নায়েব সুবেদার নওশের আলীর নেতৃত্বে খারাংখালী বিওপির জওয়ানরা আড়াই নম্বর স্লুুইচ গেইট এলাকা হতে পাচারকারীদের ধাওয়া করে বস্তাভর্তি ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন। ইয়াবা পাচারের গোপন সংবাদে বিজিবি জওয়ানরা পূর্ব থেকে উৎপেতে থেকে ইয়াবার এ চালান উদ্ধার করেন। এসময় পাচারকারীরা মৎস্য ঘের দিয়ে পালিয়ে যায়।
অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় সাবরাং বিওপির সুবেদার লাল মিয়ার নেতৃত্বে সাবরাং ও নাজির পাড়া বিওপির দুটি পৃথক দল ইয়াবা লেনদেনের গোপন সংবাদে আছারবুনিয়া এলাকায় অবস্থান নেয়। পরে ছাব্বির হোসেনের বাড়ির পেছনের সুপারী বাগান হতে ৯ হাজার ৮শ পিচ ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা যা বিনষ্টের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.