চট্টগ্রাম সাংবাদিক ফোরাম তৃতীয় বারের মত আজ ইফতার ও বিরানি পেকেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

খোকন নাথঃ

করোনা ভাইরাস মহামারিতে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম বিভিন্ন উদ্যোগ নিয়ে গত কয়েকবার রাতে হতদরিদ্র না খাওয়া মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করে।
আজ আবার চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর আহবায়ক শিব্বির আহমেদ ওসমান এর উদ্যোগে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম সদস্যদের সহযোগিতায় করোনা ভাইরাস মহামারিতে মাহে রমযান উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন স্থানে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম ইফতার এবং বিরানি পেকেট বিতরণ করেন। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণের পাশাপাশি চট্টগ্রাম প্রেসক্লাবে র কর্মকর্তা কর্মচারীদের জন্যও ইফতার নিয়ে গেলেন, চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সদস্য সচিব চৌধুরী মুহাম্মদ রিপন, সদস্য তানভীর আহমেদ, খোকন নাথ সহ নেত্রীবৃন্দ। এই সময় চট্টগ্রাম প্রেসক্লাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এবং বিশ্ব জার্নালিস্ট ফোরাম এর নির্বাহী সদস্য ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্হায়ী সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত। তিনি চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর আহবায়ক শিব্বির আহমেদ ওসমান সহ সকল সদস্যদের এই মহামারিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করায় ধন্যবাদ জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত