নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের ঝিটকাতে দোকান খোলায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক

জামিল বিশ্বাস ও আব্দুল হকঃ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বৃহত্তর ঝিটকা বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার কারনে ৪ ব্যবসাইকে ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন সিটি প্লাজারের লাবণ্য বস্ত্রালয়েরর আল-আমিন,সিমান্ত ফ্যাশনের সুজিত কুমার,মোল্লা বস্ত্রালয়ের আব্দুর রউফ এবং দেওয়ান শপিং সেন্টারের সাব্বির বস্ত্রালয়ের মিজানুর রহমান।
শুক্রবার সকালে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন। তিনি বলেন-উপজেলার ঝিটকা বাজারে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে কাপুরের দোকান খুলে ব্যবসা করার অপরাধে ৪ জন দোকানদারকে সংক্রমণ রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৫ ধারায় অভিযুক্ত করে প্রত্যেককে ২০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।তিনি আরও বলেন – ঝিটকা বাজার বণিক সমিতিকে নির্দেশ দেয়া আছে স্বাস্থ্য বিধি উপেক্ষ করে কেউ দোকান খুলতে পারবে না,কেউ যদি আইন অমান্য করে তাহার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত