ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি :
রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় শুক্রবার বিকেলে ৫ টি দোকান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ভোক্তা অধিকার আইনে এই জরিমানা আদায় করেন। তৎমধ্যে একটি স্বর্নের দোকানকে ৫ হাজার টাকা , ৩ টি ডিপার্টমেন্টাল স্টোরকে ২৭০০ টাকা এবং একটি চা দোকানকে ২০০ টাকা জরিমানা করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত না করে দোকান খোলা রাখা, বিকেল ৪ টার পর দোকান বন্ধ না রাখা, মাস্ক না পড়ে ক্রেতা বিক্রেতা উভয়ই বেচাকেনা করা সহ ইত্যাদি অপরাধে এই জরিমানা আদায় করা হয়।