নবাবগঞ্জে নকল কিটনাশক কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক

মো: মামুনুর রশিদ,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে নকল কিটনাশকের কারখানায় ভ্রাম্যআদালত অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নকল কিটনাশক জব্দ করেছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজার সংলগ্ন নন্দনপুর গ্রামের তৈয়ব উদ্দিনের ছেলে মোঃ রুহুল আমিনের ধানের চাতালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান এ অভিযান পরিচালনা করে প্রায় ৪০টন নকল কিটনাশক জব্দ করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে চাতালের লোকজন সটকে পড়ে। ।  এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। তিনি জানান- ধারনা করা হচ্ছে জব্দকৃত রং মিশ্রিত বালুগুলি কিটনাশক হিসেবে বাজারজাত করার জন্য চাতালে প্যাকেট করা হচ্ছিল। এলাকাবাসী জানায় – কিছুদিন যাবত ঐ চাতালে গোপনে মোটা বালুর সাথে রং মিশ্রন করে নকল কিটনাশক তৈরী করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। এলাকাবাসী এ ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত