চুনতি

নিজস্ব প্রতিবেদক

সাকিল ইমতিয়াজ

চুনতি হলো বাংলার পুত্র বধু!
সবুজে ঘেরা আচর্য্য এক জাদু।
চুনতি আবেদিনের গড়া নবায়িত নগর!
হালিমের আঁকা অরণ্যের বহর।

চুনতি শাহ সাহেবের শ্রদ্ধা মিশ্রিত স্থান”
চুনতি পক্ষীকূলের অন্যতম বাসস্থান।
চুনতির বুকে শুয়ে আছে কতো গুণিজন”
সকল কিংবদন্তির স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন।

বাংলার বুকে চুনতি অন্যতম এক গ্রাম”
নেই হানাহানি হিন্দু মুসলিম সকলে সমান।
সোনালী ধান দেখলে কৃষকের ভরে প্রাণ।
সবুজের সমারোহ প্রকৃতি রাখে অবদান।

যে দেখেনি চুনতির রূপ তাকে বলি অন্ধ ”
যে শোনেনি পাখির গান জীবনে নেই আনন্দ।
যে হাটেনি মেঠোপথে ধুলিত হয়নি তার চরণ ”
সে আর বুঝবে কি তার চোখে তো আবরণ।

হাজার বছর বাঁচতে স্বাদ চুনতির বুকে।
মৃত্যু যদি আসে তবু চুনতিতেই আসুক।
আবার যদি জন্ম হয় চুনতিতে হোক জন্ম”
আমি থাকবো চুনতিতে যা হওয়ার হোক।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত