রাইখালী আ’লীগ নেতা পরিমল এর নামে ফেইক আইডি হতে অপ্রচার এর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

 

কাপ্তাই প্রতিনিধি :

ফেইক আইডি হতে অপ্রচার এর অভিযোগ আনেন রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড এর আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাইখালী বাজারের ব্যবসায়ী পরিমল দাশ ভুলু। সংবাদ পত্রে প্রেরিত এক অভিযোগ পত্রে তিনি জানান, গত ১৪ মে কাপ্তাই সংবাদ ফেইসবুক আইডি হতে তার নামে একটি পোস্ট করা হয়। চাউল চুরি পোস্ট শিরোনামে তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ হতে একাধিক নামে ত্রানের চাল গ্রহনের অভিযোগ করা হয়। এইছাড়া হেয় প্রতিপন্ন করে তার সামাজিক মান মর্ষাদা ক্ষুন্ন করা হয়।
সংবাদ পত্রে প্রেরিত অভিযোগে তিনি জানান, তিনি একজন বঙ্গবন্ধু আর্দশের সৈনিক হিসাবে এলাকায় সুনামের সাথে বসবাস করে আসছেন। এলাকার উন্নয়নে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সহায়তা করে আসছেন। এইছাড়া তিনি এলাকার বিভিন্ন সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত। এই কাজে তিনি বা তার পরিবার জড়িত হবার প্রশ্নই আসে না।
এই বিষয়ে জানতে চাওয়া হলে ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, পরিমল দাশের নামে একাধিক বরাদ্দ দেওয়ার কোন প্রশ্নই আসে না। তিনি কোন জনপ্রতিনিধি না যে, তাকে বরাদ্দ দেওয়া হবে। তাছাড়া যার যার আইডি কার্ড দিয়ে সেই ব্যক্তি ত্রান গ্রহন করেন। অন্য কেউ গ্রহন করার সুযোগ নাই।

এই বিষয়ে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার জানান, পরিমল দাশ ভুলুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় ত্রান আত্মসাত এর যে অভিযোগ করা হয়েছে সেটা ভিত্তিহীন। তিনি জানান, দলের কেউ যদি সরকারি ত্রান আত্মসাত করে সেই বিষয়ে প্রমান দিতে পারলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত