রাইখালীতে হাতির আক্রমনে ১ জন মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

 

কাপ্তাই প্রতিনিধি :

রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ডংনালায় বন্য হাতির আক্রমনে একজন মহিলা নিহত হয়েছেন। নিহতের নাম উনু মারমা(৪৫) স্বামী ; মংথোয়াই মারমা। নিহতের বাড়ী রাইখালী ডংনালা মারমা পাড়ায়। রবিবার(১৭ মে) সকাল ৭ টায় ডংনালা হাতি মারার উপরে পাহাড়ে এই ঘটনা ঘটে। স্হানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান, নিহত মহিলা রবিবার ৭ টায় ডংনালা হাতি মারা উপরের পাহাড়ে কাঠ কাটতে গেলে বন্য হাতি থাকে আক্রমন করে। পরে গুরুতর আহত অবস্হায় স্হানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এ নিয়ে আসলে তিনি সকাল ১০.৫৫ মি হাসপাতাল এ মৃত্যু বরন করেন। হাসপাতাল এর পরিচালক ডা: প্রবীর খিয়াং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মহিলার আঘাত ছিল গুরুতর।
২ নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঐ এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমনে জানমালের ক্ষতি হয়ে আসছে।
চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত