মৃত গরুর মাংস বিক্রির অপরাধে কাপ্তাইয়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

 

কাপ্তাই প্রতিনিধি :

রাংগামাটি জেলার কাপ্তাই নতুনবাজার এলাকায় মৃত গরুর মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার(১৭ মে) কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল তাঁর দপ্তরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই টাকা জরিমানা করেন।

কাপ্তাই নতুন বাজার বনিক কল্যান সমিতির সাধারণ মো: একরামুল হক জানান, রবিবার সকালে নতুনবাজার এর মাংস বিক্রেতা মোঃ আব্দুল মান্নান-৫০ (পিতাঃ মৃত গোলাফুর রহমান) মরা গরুর মাংস বিক্রয় করছে এমন সন্দেহে বাজারের বনিক কল্যান সমিতির সদস্যরা উক্ত মাংস আটক করে। পরবর্তীতে কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্যদের খবর দিলে তারা এসে উক্ত ব্যবসায়ীকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উক্ত ব্যবসায়ীকে উপজেলা সদরে নেয়া হলে সেইখানে নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
মাংসগুলি বিক্রয়ের উদ্যোশে ঐ ব্যবসায়ী রাউজানের পাহাড়তলি থেকে আনা হয়েছিল বলে জানা যায়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত