শাহজাদা-এ সোলায়মান শাহ্ আরেফে হক্কানী মুর্শিদে বরহক হযরত শাহছুফি সৈয়দ ইলিয়াছ শাহ্ (ক)’র ৩০ তম বার্ষিক ওরশ শরিফ

নিজস্ব প্রতিবেদক

 

আজকের কর্ণফুলী ডেস্কঃ

২৩ই অক্টোবর (৮ই কার্ত্তিক) হযরত আমিরুল আউলিয়া সৈয়দ আমিরুজ্জমান শাহ (কঃ)’র আদরের নাতি, শাহজাদা-এ সোলায়মান শাহ_আরেফে হক্কানী_মুর্শিদে বরহক_ হযরত শাহছুফি সৈয়দ #ইলিয়াছ_শাহ (ক)’র ৩০ তম বার্ষিক ওরশ শরিফ মহাসমারোহে আমির ভান্ডার শরিফের সোলায়মান মঞ্জিলে অনুষ্টিত হয় এতে বাদে যোহর খতমে কোরআন, বাদে আছর খতমে গাউছিয়া_খতমে খাজেগান_খতমে কোরআন, বাদে মাগরিব নাতে মোস্তফা (সঃ)_ বাদে এশা সংক্ষিপ্ত আলোচনা_মিলাদ মাহফিল_আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ, রাত ব্যাপি কাওয়ালি ও ছেমা মাহফিল শেষে ফযরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সম্পূর্ণ হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত