
জামিল বিশ্বাসঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুরে উপজেলায় “সাহাবুদ্দিন আহমেদ ফাউন্ডেশন” এ উদ্দ্যেগে ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জি.ইমরুল হাসান হিমেল ও তার শ্রদ্ধেয় পিতা জনাব নাজিম উদ্দিন মাস্টার (শ্রেষ্ঠ শিক্ষক ( অবঃ) ঘিওর উপজেলা) করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে যাওয়া দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও অর্ধ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন।ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জি.ইমরুল হাসান হিমেল বলেন-সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশও আজ করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত। হাজার হাজার মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। তাদের ঘরে আজ খাদ্যের অভাব। তাই তাদের পশে দাঁড়ানোর, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। জনাব নাজিম উদ্দিন মাস্টার (শ্রেষ্ঠ শিক্ষক ( অবঃ) ঘিওর উপজেলা) তিনি বলেন – মানুষ মানুষের জন্য, সবাই এগিয়ে আসুন। এখনই সময় মনুষত্বের মূল্যায়ন করার। মানবতা প্রকাশের এই সুযোগটা হয়তোবা আর কোনদিন নাও পেতে পারেন।সেই সাথে তিনি আশা প্রকাশ করেন সমাজের উচ্চবিত্ত মানুষগুলো যেন এই নিম্নবিত্ত কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়ে কিছুটা হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।