
আজ ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছে বায়তুশ শরফের পীর মাওলানা কুতুব উদ্দীন (ম:জি:আ)
বায়তুশ_শরফ দরবারের এর বর্তমান পীর সাহেব হযরত ওমর (র) এর ৩৮তম বংশধর বাহরুল উলুম শাহ #মোহাম্মদ_মাওলানা_কুতুব_উদ্দিন (ম:জি:আ)
লক্ষ লক্ষ ভক্ত মুরিদান রেখে ইন্তেকাল করেছেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে পুরস্কারপ্রাপ্ত, শায়খুল হাদীস, বায়তুশ শরফের শ্রদ্ধাভাজন পীর সাহেব বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর ডাক্তার আনোয়ার খান এর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আজ ২০ মে ২০২০ ইন্তেকাল করেন।